গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক
কুষ্টিয়ায় ২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরতলীর বারখাদা ত্রিমোহনী এলাকার মন্টু চেয়ারম্যানের মার্কেটের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, দৌলতপুর উপজেলার মিরেরপাড়া কাশেম বাজার এলাকার মৃত বুলবুল হালসানার স্ত্রী মোছা. হাফিজা খাতুন হাফি (৪১) ও কুমারখালী উপজেলার শেরকান্দি কুন্ডুপাড়া এলাকার মো. সানা উল্লাহ ছানার স্ত্রী মোছা. হালিমা বেগম (৩২)।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মো. সাহেব আলী জানান, আমরা গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি দৌলতপুর সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি চালান কুষ্টিয়ায় আসছে এমন সংবাদের ভিত্তিতে আমরা বারখাদা ত্রিমোহনী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গাঁজাসহ আটক করতে সক্ষম হই। আটককৃতদের ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।