বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রের মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিজের দোকান থেকে মিজানুর রহমান (২৩) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর পরিষদ পাড়ার দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মিজানুর রহমান ওই এলাকার মুজিবুর রহমানের ছেলে। তিনি দিনাজপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক জানান, মিজানুর ওই মুদি দোকানের মালিক। রাতে দোকান বন্ধ করে সেখানেই থাকতেন। সোমবার সকাল থেকে তার দোকান বন্ধ দেখে স্থানীয় ও পরিবারের লোকেরা তাকে অনেক ডাকলেও কোনো সাড়া পাচ্ছিলেন না। এতে সন্দেহ হওয়ায় দুপুরে তারা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকান খুলে মিজানুরের ঝুলন্ত মরদেহ পায়।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।