ইলিশ ধরা নিয়ে জেলে নিহত
বরগুনার বেতাগীতে ইলিশ ধরাকে কেন্দ্র করে বাবুল হোসেন (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঝোপখালী গ্রামের বিষখালী নদীতে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল হোসেন ঝোপখালী এলাকার মনির হোসেনের ছেলে।
জানা গেছে, বিষখালী নদীতে জাল ফেলে ইলিশ ধরা নিয়ে বাবুলের সঙ্গে রিপন নামে অপর এক জেলের বিরোধ হয়। এ নিয়ে রিপন ও বাবুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিপন বৈঠা দিয়ে বাবুলের মাথায় আঘাত করলে নদীতে পড়ে যান তিনি। সেখানে উপস্থিত অন্য জেলেরা বাবুলকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হলেও অভিযুক্ত রিপন পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।