ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কুষ্টিয়ার দৌলতপুরে ইজিবাইকের ধাক্কায় লিজা আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

বিজ্ঞাপন

নিহত লিজা আক্তার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের নিজামুল হকের মেয়ে এবং ভেড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব আহম্মেদ জানান, আজ দুপুরে দৌলতপুরের বড়গাংদিয়া এলাকায় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় লিজা আক্তার। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন