'ভবিষ্যত প্রজন্মকে মেধাবী ও শিক্ষিত করতে বিশ্বব্যাংক কাজ করছে'

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

বিশ্বব্যাংক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিসেস মার্সি মিয়াং টেম্বন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বিশ্বব্যাংক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিসেস মার্সি মিয়াং টেম্বন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বাংলাদেশের ভবিষ্যত প্রজন্মকে মেধাবী ও শিক্ষিত করতে সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক সরকারের গৃহীত সব কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে যাতে করে দ্রুত একটি উন্নয়নশীল জাতিতে পরিণত হয় বাংলাদেশ।

বিজ্ঞাপন

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ‌‍‍‍ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেষ্ট যত্ন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে বিশ্বব্যাংক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিসেস মার্সি মিয়াং টেম্বন এ কথা বলেন।

এসময় প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) শেখ মোঃ কাবেদুল ইসলাম, উপ-পরিচালক (উপসচিব) মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসীসহ বিশ্বব্যাংকের ১২ সদস্যের গঠিত পরিদর্শন কমিটি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কান্ট্রি ডিরেক্টর বিশ্বব্যাংকের অর্থায়নে নলেয়া কমিউনিটি ক্লিনিক, তিলাই ইউনিয়নে পরিচালিত শিশুর পুষ্টি ও মনো দৈহিক বিকাশের কার্যক্রম এবং সর্বশেষ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপকারভোগী মায়েদের মধ্যে আঙ্গুলের ছাপের মাধ্যমে অর্থ প্রদান করেন।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের অর্থ সহায়তায় যত্ন প্রকল্পের মাধ্যমে উপজেলার দরিদ্র মা ও শিশুদের পুষ্টি এবং মেধা বিকাশে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।