কুষ্টিয়ায় মাদকসেবীর কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

মাদকসেবী আশরাফুল ইসলাম ছোটন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মাদকসেবী আশরাফুল ইসলাম ছোটন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়ায় মো: আশরাফুল ইসলাম ছোটন নামে এক মাদকসেবীকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুছাব্বিরুল ইসলাম এ দণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, সকালে কুষ্টিয়া শহরতলীর শেখ রাসেল সেতু সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

এসময় মাদকসেবনকালে আশরাফুল ইসলাম ছোটনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

মাদকসেবী আশরাফুল ইসলাম ছোটন থানাপাড়া চর এলাকার বাসিন্দা।