ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে সিয়াম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ঢেকনাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম ঢেকনাপাড়া গ্রামের রেজিয়া বেগমের নাতী ও কুমিল্লা জেলার শাহিন আলমের ছেলে। সে বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, স্কুল থেকে বাসায় ফেরার পর প্রতিবেশী বন্ধুদের সঙ্গে খেলতে যায় সিয়াম। খেলার সময় বাড়ির পাশে নতুন পুকুরে পা পিছলে পড়ে গেলে পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজির পরে স্থানীয়রা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত সিয়ামের নানী জানায়, জন্মের পরেই সিয়াম ও তার মাকে রেখে চলে গেছেন তার বাবা শাহিন আলম। গত ৮ বছর ধরে তিনিই সিয়ামকে লালন-পালন করছেন।
বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক বার্তাটোয়েন্টিফোর.কম-কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।