পদ্মার পানি বৃদ্ধিতে ক্ষতির মুখে কৃষক
গত এক সপ্তাহ ধরে অস্বাভাবিক হারে বাড়ছে কুষ্টিয়ার পদ্মা নদীর পানি। এতে উপজেলার প্রায় এক হাজার হেক্টর জমির মাসকলাইসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে। ফলে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
এদিকে, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে অচিরেই চরাঞ্চলের ঘর-বাড়ি তলিয়ে যাবে বলে ধারণা করা করছেন পদ্মা পাড়ের বাসিন্দারা।
জানা গেছে, নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর, চিলমারী, ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের ফসল পানিতে তলিয়ে গেছে। ডুবে যাওয়া ফসলের অধিকাংশই মাসকলাইয়ের ক্ষেত। কিছু জমিতে রয়েছে পাট ও আমন ধানের বীজ। সেগুলোও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এখনো যেসব জমিতে পানি প্রবেশ করেনি, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে সেগুলোও তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
রামকৃষ্ণপুর এলাকার কৃষক আব্দুল করিম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘আমার দুই বিঘা জমিতে মাসকলাই চাষ করেছিলাম। কিন্তু হঠাৎ করেই পদ্মার পানি বেড়ে যাওয়ায় আমার সব শেষ হয়ে গেল।’
প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামরুজ্জামান বলেন, ‘দৌলতপুরের অধিকাংশ মাসকলাই চরাঞ্চলে উৎপাদিত হয়। গত চার পাঁচ দিনে উজান থেকে নেমে আসা পানিতে চরের নিম্নাঞ্চলের প্লাবিত হয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এখন মাসকলাইয়ের গাছের ভরা যৌবন কাল। কয়েকদিন পরেই গাছে ফুল ও ফল আসত। কিন্তু পানি সব শেষ করে দিল।’