রংপুরে বাস-ট্রাক সংঘর্ষ, চালক নিহত
রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার বামনদিঘী বাজারে যাত্রীবাহী বিআরটিসি বাস ও সবজি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাক চালক নিহত সহ ৮ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাস এবং ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, রংপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি বিআরটিসি বাস ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সবজি বোঝাই একটি মিনি ট্রাকের সংঘর্ষ হয়। মূলত একটি অটো বাইককে সাইড দিতে গিয়ে এ সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক নিহত সহ আরও ৮ জন আহত হয়েছে। বাসের চালকসহ আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত কারো পরিচয় জানা যায়নি।
রংপুর সদর থানার ট্রাফিক ইউনিটের সার্জন ইমতিয়াজ হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।