দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুইজনের কারাদণ্ড

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পীরগাছা (রংপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রংপুরের পীরগাছা উপজেলায় দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুইজনকে কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পার্লস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন পয়েন্ট ও প্যারাডাইজ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমীন প্রধান।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- পার্লস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন পয়েন্টের কর্মচারী রাশেদুল ইসলাম ও প্যারাডাইজ ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী রবীন্দ্রনাথ।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পীরগাছা উপজেলায় দীর্ঘদিন থেকে পার্লস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন পয়েন্ট বৈধ অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া প্যারাডাইজ ডায়াগনস্টিক সেন্টার অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই দুটি প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মালিক পালিয়ে গেলেও প্রতিষ্ঠান দুইটির ২ কর্মচারীকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে পার্লস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন পয়েন্টকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে রাশেদুল ইসলামকে এক মাসের কারাদণ্ড এবং প্যারাডাইজ ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে রবীন্দ্রনাথকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

বিজ্ঞাপন

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।