নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নিখোঁজের একদিন পর কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে শাকিল আহমেদ (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আলীনগর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাকিল আহমেদ ফিলিপনগর ইউনিয়নের সৌদি ঠাকুরপাড়া গ্রামের ওয়াহেদ ফকিরের ছেলে। তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।

বিজ্ঞাপন

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, গতকাল সকালে মফি, মহসিন ও শাকিল কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে ডুঙ্গানৌকা চড়ে পদ্মানদীর পার হয়ে ভাগজোত বাজারে যাচ্ছিল। নদীতে প্রবল ঢেউ ও স্রোত থাকায় তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয়রা দু’জন শ্রমিককে উদ্ধার করতে পারলেও শাকিল নিখোঁজ রয়ে যায়। আজ দুপুরের দিকে আলীনগর থেকে শাকিলের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।