কুষ্টিয়ায় আবদুল্লাহ হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কুষ্টিয়ায় আবদুল্লাহ হত্যা মামলায় উজ্জ্বল হোসেন (২২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ দণ্ড দেন।

বিজ্ঞাপন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত উজ্জ্বল হোসেন কুষ্টিয়ার ইবি থানার হাতিয়ার (পূর্বপাড়া) খবির উদ্দিন শেখের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত আবদুল্লাহ’র বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন উজ্জ্বল হোসেন। ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের বালিয়াশিশা গ্রামে আবদুল্লাহ’র বাড়িতে আসেন তিনি। এ সময় উজ্জ্বল হোসেনকে বাড়িতে আসতে নিষেধ করেন আবদুল্লাহ। এতে ক্ষুব্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে আবদুল্লাহকে কুপিয়ে হত্যা করেন উজ্জ্বল হোসেন। এ সময় আবদুল্লাহ’র মা বাধা দিলে তাকেও কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক উজ্জ্বল হোসেনকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

পরদিন আব্দুল্লাহ’র বাবা আলম শেখ বাদী হয়ে উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়ের করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।