কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্ত কলেজছাত্রের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কুষ্টিয়ায় এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তারেক আহমেদ (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালের দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেয়ার পথে মারা যান তিনি।

বিজ্ঞাপন

মৃত তারেক দৌলতপুর উপজেলার শ্যামনগর গ্রামের মহির উদ্দিনের ছেলে এবং উপজেলার খলিশাকুন্ডি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএম) ডা. তাপস কুমার সরকার জানান, শুক্রবার কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুতে আক্রান্ত অবস্থায় তারেককে ভর্তি করা হয়। শনিবার সকালে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। এরপর অবস্থা আরও খারাপ হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাজশাহী নেয়ার পথে তারেক মারা যান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত দেড় মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজছাত্র তারেকসহ ৫ জন মারা গেছেন।