কুষ্টিয়ায় দুই যুবলীগ নেতা গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

মিজানুর রহমান মিজু ও আশরাফুজ্জামান সুজন, ছবি: সংগৃহীত

মিজানুর রহমান মিজু ও আশরাফুজ্জামান সুজন, ছবি: সংগৃহীত

চাঁদা দাবির অভিযোগে কুষ্টিয়ায় দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন মধুপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু ও পৌরসভা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান সুজন।

বিজ্ঞাপন

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত জানান, শাহীন জোয়ার্দার নামের এক ব্যাবসায়ী যুবলীগ নেতা মিজু এবং সুজনসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে ইবি থানায় চাঁদাবাজির মামলা করেন। সেই মামলায়যু বলীগ নেতা মিজু এবং সুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

এদিকে টেন্ডারবাজি এবং ইবি ছাত্রলীগের মধ্যে সৃষ্ট বিভেদকে কেন্দ্র করে ক্যাম্পাস এলাকায় অশান্ত পরিবেশ তৈরির অভিযোগ রয়েছে যুবলীগের এ দুই নেতার বিরুদ্ধে।

বিজ্ঞাপন