গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুর যাচ্ছিল।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার শোনাশুর নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
নিহতরা হলো- বিজন হাওলাদার(২৫) পিতা-নারায়ন হাওলাদার, রাসেল(২৪), পিতা- নুর ইসলাম এবং কমল মন্ডল(২৫), পিতা-যশোরথ মন্ডল। নিহত সবার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ জানে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ জানে আলম জানান, রাত তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের পিরোজপুরের নাজরপুরগামী একটি নৈশ কোচ (ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৫৫) সঙ্গে পন্যবাহী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০-৭০৮৪) সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত ও অপর ১২জন যাত্রী আহত হয়। এদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।
মারাত্মক আহতদের মধ্যে ১ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।