কাঁঠাল পাতা পাড়তে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু
কাঁঠাল পাতা পাড়তে গিয়ে রংপুরের পীরগাছায় বজ্রপাতে জুবায়ের আহমেদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের তালুক ঈশাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবায়ের আহমেদ ওই গ্রামের মনছুর আলীর ছেলে।
জানা যায়, দুপুরে ছাগলের খাদ্য হিসেবে পাতা সংগ্রহ করার জন্য জুবায়ের আহমেদ বাড়ির পাশের কাঁঠাল গাছে ওঠেন। এ সময় ওই গাছে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত জুবায়েরের দাদা পীরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম আব্দুল হাদী বলেন, 'জুমার নামাজের আগে জুবায়ের কাঁঠাল পাতা পাড়তে গাছে ওঠে। কিছু পাতা পাড়ার পর বজ্রপাত হলে সে মারা যায়।'