কুষ্টিয়ায় ১৫ দিনে ৪৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসায়ী, ছবি: সংগৃহীত

ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসায়ী, ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ৬ থানায় গত ১৫ দিনে ৪৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। কুষ্টিয়ার জেলা গোয়েন্দা শাখাসহ থানা পুলিশ এসব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করে।

রোববার (১৫ সেপ্টেম্বর) গ্রেফতার ও মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত।

বিজ্ঞাপন

তিনি বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।’

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, গত ১ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত (১৫ সেপ্টেম্বর) মোট ৪৫ জন মাদক কারবারি এবং ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ সময় ১ হাজার ১৭৮ পিস ইয়াবা, ২৮৭ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল ও ৭ কেজি ৮৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ৬টি থানায় ৩৫টি মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।