লালমনিরহাটে অবাঞ্ছিত রওশন, কুশপুতুল দাহ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়িন্টিফোর.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

কুশপুতুল দাহ করছে জিএম কাদের গ্রুপের নেতাকর্মীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুশপুতুল দাহ করছে জিএম কাদের গ্রুপের নেতাকর্মীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রংপুর-৩ আসনে উপ-নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টিতে চলা অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে রওশন এরশাদকে অবাঞ্ছিত ঘোষণা করে কুশপুতুল দাহ করেছে লালমনিরহাট জেলা জাতীয় পার্টি জিএম কাদের গ্রুপ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় লালমনিরহাট শহরের আলোরুপা মোড়ে জেলা জাপা কার্যালয়ের সামনে জিএম কাদের গ্রুপের বিক্ষুব্ধ নেতাকর্মীরা কুশপুতুল দাহ করেন। এর আগে বিক্ষুব্ধ নেতাকর্মীরা রওশন বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন

নেতাকর্মীরা জানান, এরশাদ মৃত্যুর আগে তার ছোট ভাই জাপা'র কো-চেয়ারম্যান জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করে যান। সেই থেকে দলকে সুসংগঠিত করতে নিরলস ভাবে কাজ করছেন তিনি। কিন্তু বৃহস্পতিবার রাজধানী ঢাকায় সংবাদ সম্মেলন করে জাপার এমপি রওশন এরশাদ গঠনতন্ত্র বহির্ভূতভাবে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিব ঘোষণা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট পৌর জাপা সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সম্পাদক জাহিদ হাসান ডাব্লু, সদস্য নুরুল আমিন দুদু, নজরুল ইসলাম বাদশা ও জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক গোলাম মোস্তফা প্রমুখ।