মাদারীপুরের কালকিনিতে স্কুলের শহীদ মিনার ভাঙচুর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মাদারীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

মাদারীপুর জেলার ম্যাপ, ছবি: সংগৃহীত

মাদারীপুর জেলার ম্যাপ, ছবি: সংগৃহীত

 

রাতের আঁধারে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রমজানপুর টেকনিক্যাল একাডেমীর শহীদ মিনার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ বিষয় মঙ্গলবার (২৭ আগস্ট) কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার রমজানপুর টেকনিক্যাল একাডেমী প্রতিষ্ঠিত হওয়ার পরই মাঠে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। কিন্তু দুর্বৃত্তরা শহীদ মিনারটি হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাঙচুর করে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে বিষয়টি দেখে লোকজন ক্ষোভ প্রকাশ করেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী মুরাদ বলেন, ‘আমাদের দাবি, যারা বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর করেছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচার করা হোক।'

রমজানপুর টেকনিক্যাল একাডেমীর প্রধান শিক্ষক মনির হোসেন আকন বলেন, ‘রাতের আঁধারে কে বা কারা শহীদ মিনার ভাঙচুর করেছে আমরা দেখিনি। সকালে আমরা এসে দেখতে পাই আমাদের শহীদ মিনারটি ভাঙা। এ ঘটনায় আমরা থানায় জিডি করেছি।'

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’