নেত্রকোনায় বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বাড়ির পাশে জঙ্গলে বাঁশ কাটতে গিয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিদ্যুতের অবৈধ তারে (সাইড লাইন) জড়িয়ে হালান মিয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে কেন্দুয়া পৌর শহরের বাদে আঠারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত হালান মিয়া বাদে আঠারবাড়ি গ্রামের মৃত নেকবর আলী মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, কৃষক হালান মিয়া শুক্রবার দুপুরে বাড়ির পাশে জঙ্গলে বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান। এ সময় তিনি জঙ্গলের ভেতর দিয়ে অবৈধভাবে নেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামানের সঙ্গে কথা হলে তিনি এসব তথ্য বার্তাটোয়েন্টিফোর.কম-কে নিশ্চিত করেছেন।