কুষ্টিয়ায় অজ্ঞাত সেই লাশের পরিচয় মিলেছে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

বিলকিস আক্তার। ছবি: সংগৃহীত

বিলকিস আক্তার। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে অজ্ঞাত সেই লাশের পরিচয় মিলেছে। তার নাম বিলকিস আক্তার (৪০)।

নিহত বিলকিস কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার রবিউল ইসলামের স্ত্রী এবং স্থানীয় ডক্টরস ল্যাব অ্যান্ড প্রাইভেট হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর বাঁশের সাঁকো সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আজ সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর বাঁশের সাঁকো সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দী লাশ দেখে থানায় জানায় স্থানীয়রা। পুলিশ গিয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরে খবর পেয়ে তার স্বামী রবিউল ইসলাম হাসপাতালে এসে লাশ শনাক্তসহ পরিচয় নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তবে ওসির ধারণা পরকীয়া প্রেমের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নিহতের স্বামী রবিউল ইসলাম জানান, গত শনিবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিলেন বিলকিস। পরদিন পরিবারের পক্ষ থেকে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

আরও পড়ুন: কুষ্টিয়ায় অজ্ঞাত নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার