ফরিদপুরে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

কলেজছাত্র সুমন বাশার রাজু/ ছবি: সংগৃহীত

কলেজছাত্র সুমন বাশার রাজু/ ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে (ফমেক) চিকিৎসাধীন অবস্থায় সুমন বাশার রাজু (২২) নামের এক কলেজছাত্র মারা গেছেন। শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় মারা যান সুমন।

তিনি মাগুড়া জেলার চাদপুর গ্রামের কৃষক মিজানুর রহমানের ছেলে এবং মাগুড়া সত্যজিৎ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।

বিজ্ঞাপন

সুমনের পিতা মিজানুর রহমান জানান, গত ৭ আগস্ট সুমন অসুস্থ হলে মাগুড়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ১২ আগস্ট ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/17/1566031357167.gif

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতারের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘এখনও ফমেকে ৩৩১জন ভর্তি আছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪২ জন। আমরা সাধ্যমত চেষ্টা করছি রোগীদের সেবা দিতে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ৭৪ জন রোগী ভর্তি হয়েছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৯৬ জন, চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৫৭০ জন, রেফার্ড করা হয়েছে ১৩০ জনকে। ২০ জুলাই থেকে আজ পর্যন্ত ভর্তি হয়েছেনএক হাজার ১০০ জন। এ পর্যন্ত মারা গেছেন চার জন।’