ইসি’র মামলায় এমপি বেলালের জামিন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ওয়ারেসাত হোসেন বেলাল

ওয়ারেসাত হোসেন বেলাল

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা মামলায় জামিন পেয়েছেন নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল।

সোমবার (১ জুলাই) নেত্রকোনা জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মাহমুদুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

বিষয়টি এমপি ওয়ারেসাত হোসেন বেলালের আইনজীবী এডভোকেট মোহাম্মদ শহিদুল্লাহ নিশ্চিত করেছেন।

পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তার ও নির্বাচিনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ১২ জুন নির্বাচন কমিশন সচিবালয় থেকে সংসদ সদস্যের বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়েছিল।

পরে গত ১৬ জুন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্যাহ আল মোতাহ্সিম বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন।