সৈয়দপুরে বাসের ধাক্কায় রিকশা আরোহী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

নাবিল পরিবহনের বাসটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ এলাকাবাসী / ছবি: সংগৃহীত

নাবিল পরিবহনের বাসটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ এলাকাবাসী / ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে নাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারি চালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে মো. মোহন (১৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।

সোমবার (১০ জুন) রাত সাড়ে ১২টায় উপজেলার ওয়াবদা মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত মোহন সৈয়দপুর উত্তরা আবাসন এলাকার মো. নান্নু মিয়ার ছেলে। সে সৈয়দপুর প্লাজায় একটি ফুসকার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

বিজ্ঞাপন

আহতরা হলেন- উত্তর আবাসন এলাকার বাসিন্দা পারভেজ হোসেন ও রিকশা চালক সফিকুল ইসলাম। তাদেরকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এদিকে সড়ক দুর্ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা নাবিল পরিবহনের রাত্রিকালীন বাসটিকে আটক করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা তৎক্ষণাৎ আগুন নিংন্ত্রণে আনে।

সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

নাবিল পরিবহনের রাত্রিকালীন বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।