আমার বক্তব্য রেকডিং করার দরকার নেই: মাশরাফি  

  • ডিস্টিক্টি করসেপন্ডন্টে, নড়াইল, র্বাতা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভায় মাশরাফি বিন মর্তুজা, ছবি:বার্তা ২৪

জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় মাশরাফি বিন মর্তুজা, ছবি:বার্তা ২৪

জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করলেন নড়াইল-২ আসনের সাংসদ ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক  মাশরাফি বিন মর্তুজা। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

এসময় আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ প্রমুখ। পরে মাশরাফি বিন মর্তুজা বক্তব্য শুরুর সময় গণমাধ্যম কর্মীদের সভার বাইরে চলে যেতে বলেন। এসময় তিনি বলেন, আমার বক্তব্য রেকডিং করার দরকার নেই, এটা অভ্যন্তরীণ সভা।

বিজ্ঞাপন

সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার এমন ঘোষণায় গণমাধ্যম কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।