বিদ্যালয়ের পলেস্তারা খসে নিহত ১, আহত ১০
বরগুনার তালতলীর এক বিদ্যালয়ে ছাদের পলেস্তারা খসে পড়ে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে ১০ শিক্ষার্থী। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
শনিবার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন এ দুর্ঘটনা ঘটে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান, শনিবার তৃতীয় শ্রেণীর ক্লাস চলার সময় হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। এ সময় আহত হয় অনেক শিক্ষার্থী। পরে শিক্ষক ও এলাকাবাসী উদ্ধার করে তাদের আমতলী হাসপাতালে নেওয়ার পথে মানসুরা (৮) নামে এক শিক্ষার্থী মারা যায়। তবে এর মধ্যে ইসমাইল, সাদিয়া, রুমা, সাহিনের অবস্থা গুরুতর।
বাকি সবাইকে তালতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। নিহত মানসুরা গ্যান্ডামারা গ্রামের কৃষক নজরুল ইসলামের মেয়ে।