জলদস্যুদের হামলায় ১ জেলে নিহত, আহত ১২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বরগুনা, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

বঙ্গোপসাগরের বরগুনা উপকূল/ ছবি: বার্তা২৪.কম

বঙ্গোপসাগরের বরগুনা উপকূল/ ছবি: বার্তা২৪.কম

বঙ্গোপসাগরে ডাকাতের গুলিতে আল আমিন নামে (৪০) এক জেলে নিহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) গভীর রাতে এ ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় লাশ পাথরঘাটায় নিয়ে আসেন অন্যান্য জেলেরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন জেলে।

বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধূরী ঘটনার সত্যতা স্বীকার করে বার্তা২৪.কমকে বলেন, ‘পাথরঘাটা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া নামক স্থানে মাছ ধরছিল এফ বি তামান্না-শারমিন ট্রলারের জেলেরা।’

বিজ্ঞাপন

‘এই সময় প্রায় ২০ জনের একটি ডাকাত দল নামবিহীন একটি ট্রলার নিয়ে এসে হঠাৎ গুলি করা শুরু করে। পরে তাদের ট্রলারে উঠে মাছ ও খাবার সামগ্রী নিয়ে চলে যায়। এই সময় ডাকাতের গুলিতে নিহত হন ট্রলারের মাঝি আল আমিন। আহত হন আরও ১২ জেলে।’

নিহত জেলে আল আমিন বরগুনা সদরের ঢলুয়া ইউনিয়নের মরখালী গ্রামের ছাত্তার সরদারের ছেলে।

বিজ্ঞাপন