দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে সুলতান মেলা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নড়াইল, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে সুলতান মেলা

দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে সুলতান মেলা

জমে উঠেছে নড়াইলের সুলতান মেলা। কেনাকাটা, গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন মেলায় আগত দর্শনার্থীরা। নাগরদোলা ও ট্রেনে চড়ে উপভোগ করছে শিশুরা।

নড়াইলের বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৪তম জন্মজয়ন্তী উপলক্ষে এ সুলতান মেলার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে সুলতানপ্রেমীদের আগমনে মিলনমেলায় পরিণত হয়েছে মেলা প্রাঙ্গণ।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/06/1551879221843.JPG

৩ মার্চ নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চ চত্বরে দশ দিনব্যাপী সুলতান মেলার শুরু হয়েছে। চলবে ১২ মার্চ পর্যন্ত।

সুলতান মেলার পৃষ্ঠপোষকতা করে জেলা প্রশাসক ও এএম সুলতান ফাউন্ডেশন এবং সাংস্কৃতি মন্ত্রণালয়। মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগী কমিশনার লোকমান হোসেন মিয়া।

এদিকে মেলাকে কেন্দ্র করে নড়াইলের সাংস্কৃতিক সংগঠনগুলো সরব হয়ে উঠেছে। ১০ দিনব্যাপী সুলতান মেলায় মূর্ছনা সংগীত নিকেতন, সরগম, যুগান্তর, চিত্রা থিয়েটার, ছন্দায়ন, শহীদ মানিক-চয়ন স্মৃতি সংসদ, ছায়ানট, গ্রেভ, উদীচী শিল্পী গোষ্ঠী, সুরধাম, বেনুকা, ড্রামা সার্কেল, জেলা শিল্পকলা একাডেমিসহ ৩৪টি সাংস্কৃতিক সংগঠন তাদের বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচির করবে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Mar/06/1551879235342.JPG

মেলা উপলক্ষে আয়োজন করা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলার।