পাথরঘাটায় এক কোটি পোনাসহ ৯ জেলে আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বরগুনা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পাথরঘাটায় আটক জেলেরা, ছবি: বার্তা২৪

পাথরঘাটায় আটক জেলেরা, ছবি: বার্তা২৪

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ফাইসা মাছের এক কোটি পোনাসহ নয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড। তাদের প্রত্যেকে এক হাজার টাকা করে জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/15/1550221867253.jpg

বিজ্ঞাপন

পাথরঘাটা কোস্টগার্ডের সাব লে. কমান্ডার জহিরুল ইসলাম বার্তা২৪.কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, বলেশ্বর নদীতে গোফ নামের সূক্ষ ফাসের অবৈধ জাল দিয়ে মাছ শিকার করছে অসাধু কিছু জেলে। এই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় একটি ট্রলারে তল্লাশি চালিয়ে এক কোটি ফাইসার পোনা পাওয়া যায়। পোনাগুলো ধরায় ট্রলারটির নয়জন জেলেকে আটক করা হয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/15/1550221880720.jpg

বিজ্ঞাপন

পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেক জেলেকে এক হাজার টাকা করে জরিমানা করেন। তাদের কাছ থেকে মুচলেকা রেখে পরে তাদের ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত পোনাগুলো সাগরে অবমুক্ত করা হয়।