বরগুনায় নিখোঁজের পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী এলাকার একটি খাল থেকে আইয়ুব আলী (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে কাঠালতলী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের স্বজনদের বরাত দিয়ে পাথরঘাটা থানা পুলিশ জানায়, সোমবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বাড়ি থেকে বের হন আইয়ুব আলী। তারপর আর বাড়ি ফেরেননি তিনি। রাতে স্বজনরা অনেক খোঁজাখুজি করলেও তার কোনো সন্ধান মেলেনি। পরে মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে কাঠালতলী ইউনিয়নের কাঠালতলী খালে তার রক্তাক্ত মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে আইয়ুব আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠায়।
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, আইয়ুব আলীর মাথা ও শরীরে অনেকগুলো কোপের চিহ্ন রয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।