বিরোধী দলীয় নেতা রওশন, কাদের উপনেতা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রওশন এরশাদ ও জি এম কাদের

রওশন এরশাদ ও জি এম কাদের

একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে রওশন এরশাদকে এবং বিরোধী দলীয় উপনেতা হিসেবে জি এম কাদেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সোমবার (০৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সংসদে বিরোধী দলীয় নেতা একজন পূর্ণমন্ত্রীর মর্যাদা ও সুযোগ সুবিধা ভোগ করে থাকেন।


একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে বিরোধী দলীয় নেতার আসন শূন্য হয়। এখন থেকে সংসদে সেই আসনে বসবেন রওশন এরশাদ। আর বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন এরশাদের ছোট ভাই জি এম কাদের।

আরও পড়ুন: সংসদে বিরোধী দলীয় নেতা রওশন

বিজ্ঞাপন