জিএম কাদেরকে ঠেকাতে স্পিকারকে রওশনের চিঠি

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রওশন এরশাদ ও জিএম কাদের, ছবি: সংগৃহীত

রওশন এরশাদ ও জিএম কাদের, ছবি: সংগৃহীত

সংসদে জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা না করতে এবার স্পিকারকে চিঠি দিলেন রওশন এরশাদ।

এর আগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নিজের নামে বিরোধী দলীয় নেতার চিঠি ইস্যু করার জন্য স্পিকার বরাবর চিঠি দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে জিএম কাদেরের ওই চিঠিকে ইগনোর করার জন্য স্পিকারকে চিঠি দেন রওশন।

বিজ্ঞাপন

এছাড়া রওশনের চিঠিতে, জিএম কাদেরের চিঠি দেওয়ার এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কম-কে নিশ্চিত করেন। চিঠির বিষয়বস্তু জানতে চাইলে তিনি বলেন, 'ম্যাডাম (রওশন) স্পিকারকে সম্বোধন করে লিখেছেন, আপনি আমাকে বিরোধী দলীয় উপনেতা বানিয়েছেন। আমাদের নেতা মারা যাওয়ার পর, সংসদ সদস্যরা আমাকে নেতার কাজ চালিয়ে নেওয়ার দায়িত্ব দেন।'

'শুনতে পারলাম, একজন নিজেকে পার্লামেন্টারি পার্টির নেতা করার জন্য আপনাকে চিঠি দিয়েছেন। আপনাকে জানাতে চাই, নেতা নির্বাচন করার এখতিয়ার পার্লামেন্টারি পার্টি সংরক্ষণ করে। যেকোনো সিদ্ধান্ত নিতে হলে পার্লামেন্টারি পার্টি সিদ্ধান্ত নেবে। ৩ সেপ্টেম্বর পাঠানো চিঠিকে ইগনোর করার অনুরোধ করছি। একইসঙ্গে জানাতে চাই, উনি পার্টির চেয়ারম্যান নন, উনি হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।'

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রওশন এরশাদ গুলশানের বাসায় সাংবাদিক সম্মেলন করে সবকিছু তুলে ধরবেন বলেও জানান ফখরুল ইমাম।

রওশন এরশাদের এই চিঠির পরে দলীয় পরিস্থিতি আরও জটিলতার দিকে যাচ্ছে বলে মনে করছেন নেতাকর্মীরা। নিজের চিঠি প্রসঙ্গে জিএম কাদের বলেছেন, 'যা কিছু করা হয়েছে গঠনতান্ত্রিক ওয়েতে করা হয়েছে।'