পুড়ে যাওয়া বস্তির জায়গাতেই পুনর্বাসন করতে হবে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ঝিলপাড় বস্তির ক্ষতিগ্রস্তদের মাঝে জাতীয় পার্টির পক্ষ থেকে বস্ত্র বিতরণ, ছবি: সংগৃহীত

ঝিলপাড় বস্তির ক্ষতিগ্রস্তদের মাঝে জাতীয় পার্টির পক্ষ থেকে বস্ত্র বিতরণ, ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি সবসময় অসহায় মানুষের পাশে থেকেছে, আছে, ভবিষ্যতেও থাকবে। তবে জাপার পক্ষে সবার চাহিদা পুরণ করা সম্ভব না, সরকারকেই দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান জিএম কাদের।

জিএম কাদের বলেন, 'সরকারের অনেক সোর্স রয়েছে, তাদের অসহায় বস্তিবাসীদের দায়িত্ব নিতে হবে। পুড়ে যাওয়া বস্তির জায়গাতেই তাদের পুনর্বাসন করতে হবে।'

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে মিরপুর ঝিলপাড়ের পুড়ে যাওয়া বস্তিতে ক্ষতিগ্রস্তদের মাঝে কাপড় বিতরণ করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, 'সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় রাষ্ট্রীয় বাজেট তৈরি হয়। আর বাজেটে দুঃস্থ ও হতদরিদ্র মানুষের কল্যাণে বরাদ্দ থাকে। সরকারের অনেক অনেক সুবিধা থাকে যা নিঃস্ব মানুষের কল্যাণে কাজে আসে।'

এ সময় পুড়ে যাওয়া বস্তিতেই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানান জিএম কাদের। এরপর জাপার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পুরুষদের জন্য শার্ট, মেয়েদের থ্রি-পিস ও ছোটো শিশুদের জন্য জামা বিতরণ করেন তিনি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, আমানত হোসেন, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, রূপনগর জাতীয় পার্টির সভাপতি খলিল মোল্লা, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।