সরকার গণতন্ত্রকে নির্বাসনে দিয়েছে: মঈন খান

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মানববন্ধনে বিএনপি নেতা মঈন খান, ছবি: বার্তা২৪

মানববন্ধনে বিএনপি নেতা মঈন খান, ছবি: বার্তা২৪

সরকার গণতন্ত্রকে নির্বাসনে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, 'সরকার মুখে গণতন্ত্রের কথা বলছে আর গণতন্ত্রের লেবাস পড়ে স্বৈরাচারিতা চালিয়ে যাচ্ছে।'

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

বিজ্ঞাপন

মঈন খান বলেন, 'একটি স্বৈরাচার সরকার থেকেও গণতন্ত্রের ভানধারী সরকার আরও বেশি ক্ষতিকর। তাই এ বিষয়ে এদেশের মানুষকে সর্তক হতে হবে। সরকার গণতন্ত্রকে নির্বাসনে দিয়েছে। তাদের অলিখিত বাকশাল চিরস্থায়ী করতে চায়। আগামী দিনে আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে বাংলাদেশের মানুষের কাছে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে উপহার দিব।'

তিনি আরও বলেন, 'আজকে স্বাধীনতার ৪৭ বছর পর দেখছি সরকার আবারও গণতন্ত্রকে নির্বাসনে দিয়েছে। এ দেশের কোটি কোটি মানুষের প্রশ্ন কেনো আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম? তাহলে তো পাকিস্তানের সাথে আমাদের পার্থক্য রইলো না। কিন্তু আজকে যারা বাংলাদেশ পরিচালনা করছে, যাদেরকে চেতনার দাবিদার বলে। তারা কিভাবে নিজেদের এই দাবিদার মনে করে? স্বাধীনতা আর গণতন্ত্র এক কথা নয়। ক্ষমতার আসতে পাগল হয়ে, মানুষের ভোটাধিকার বিসর্জন দিয়ে। সন্ত্রাসের নির্বাচন দিয়ে আবারও সরকার ক্ষমতায় এসেছে।'

মানববন্ধনের আরও উপস্থিত ছিলেন, মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাস, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।