লাইফ সাপোর্টে সংগীত পরিচালক আলাউদ্দিন আলী

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

আলাউদ্দিন আলী

আলাউদ্দিন আলী

দীর্ঘদিন ধরেই ফুসফুস ক্যান্সারসহ নানা রোগে আক্রান্ত ছিলেন সংগীত পরিচালক আলাউদ্দিন আলী। কিন্তু গতকাল আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুর খবর শুনে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালের ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আলাউদ্দিন আলী ১৯৫২ সালে ২৪ ডিসেম্বর মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানার বাঁশবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে যন্ত্রশিল্পী হিসেবে চলচ্চিত্র অঙ্গনে আসেন তিনি। এরপর ১৯৭৫ সালে সংগীত পরিচালনা করে বেশ প্রশংসিত হন।

‘একবার যদি কেউ ভালবাসতো, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, ‘বন্ধু তিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না’, ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি’, ‘যেটুকু সময় তুমি থাকো পাশে’, ‘এমনও তো প্রেম হয়’সহ বহু জনপ্রিয় গানের সুরকার তিনি।

১৯৮৮ সালে ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’ এবং ‘যোগাযোগ’ চলচ্চিত্রে সংগীত পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আলাউদ্দিন আলী।