গাইলেন নোবেল, কাঁদলেন বিচারক

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

মাঈনুল আহসান নোবেল

মাঈনুল আহসান নোবেল

একের পর এক বাজিমাত করেই যাচ্ছেন ভাইরাল বয় মাঈনুল আহসান নোবেল। ভারতের জি বাংলায় সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’তে অংশ নেওয়া বাংলাদেশের এই প্রতিযোগী নিজের কণ্ঠের জাদুতে মুগ্ধ করেই যাচ্ছেন সকলকে। শনিবার (১৯ জানুয়ারি) গান গেয়ে আরও একবার মাত করেছেন বিচারক ও দর্শকদের।

শনিবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠানে জেমসের ‘মা’ গানটি গেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তার গান শুনে তো কেঁদেই দিয়েছিলেন বিচারক মোনালি ঠাকুর। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই পর্বের ভিডিও। যা রীতিমতো ভাইরাল হয়ে যায়।

বিজ্ঞাপন

এখানেই শেষ নয়, গতকাল ‘পরফর্মার অব দ্য ডে’ হয়েছেন নোবেল।

নোবেলের জনপ্রিয়তা এতোটাই যে, এরইমধ্যে কলকাতার একটি চলচ্চিত্রে গান গেয়েছেন তিনি। সৃজিত মুখার্জির পরবর্তী ছবি ‘ভিঞ্চি দা’তে ব্যবহার করা হবে তার গাওয়া গানটি। এর সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। গানটি লেখাও তারই।