‘সারেগামাপা’তে এ সপ্তাহের ‘পারফর্মার অব দ্য উইক’ নোবেল

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

মাঈনুল আহসান নোবেল

মাঈনুল আহসান নোবেল

ভারতের জি বাংলা টেলিভিশনের সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রতিযোগী মাঈনুল আহসান নোবেল। এরমধ্যেই দুই বাংলাতে জনপ্রিয় হয়েছেন তিনি। নিজের কণ্ঠের জাদুতে সকলকে মাতিয়ে রাখছেন। তার গান মানেই আলোচনা। ফেসবুকে ভাইরাল।

শনিবার (১২ জানুয়ারি) অনুষ্ঠানে নজরুল সংগীত গেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এরপর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই পর্বের ভিডিও। যা রীতিমতো ভাইরাল হয়ে যায়।

বিজ্ঞাপন

এরপর রোববার (১৩ জানুয়ারি) সকল প্রতিযোগীর সংগীত পরিবেশনা শেষে তাকে এ সপ্তাহের ‘পারফর্মার অব দ্য উইক’ ঘোষণা করেন বিচারকরা। এছাড়া ‘পারফর্মার অব দ্য ডে’ নির্বাচিত হয়েছেন অঙ্কিতা এবং অনন্যা।

 

নোবেলের জনপ্রিয়তা এতোটাই যে, এরইমধ্যে কলকাতার একটি চলচ্চিত্রে গান গেয়েছেন তিনি। সৃজিত মুখার্জির পরবর্তী ছবি ‘ভিঞ্চি দা’তে ব্যবহার করা হবে তার গাওয়া গানটি। এর সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। গানটি লেখাও তারই।