ডেমরার হিজলতলা এলাকার জলাবদ্ধতা, দুর্ভোগ

  • ফটো স্টোরি: সৈয়দ মেহেদী হাসান, কামরুল হাসান, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সৈয়দ মেহেদী হাসান, রাজধানীর ডেমরার হিজলতলা এলাকা থেকে তোলা

ছবি: সৈয়দ মেহেদী হাসান, রাজধানীর ডেমরার হিজলতলা এলাকা থেকে তোলা

রাজধানী ডেমরার হিজলতলা এলাকা। জলাবদ্ধতা এখানকার নৈমিত্তিক সমস্যা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/10/1554908875982.jpg

বিজ্ঞাপন

স্থানীয় ডগাইর মাজার রোডে কথা হয় কয়েকজনের সাথে। তারা জানান তাদের সীমাহীন দুর্ভোগের কথা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/10/1554908898144.jpg

স্থানীয় বাসিন্দা বাঁশি মনির বলেন, এভাবে পানিবন্দী হয়ে থাকার চেয়ে এলাকা ছাড়লে আরো ভালো। অনেক বছর ধরে এভাবে দুর্ভোগ আমাদের। এভাবে চলতে পারা যায় না।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/10/1554908949062.jpg

‘প্রতিদিন যখন অফিসে যাই, এক বোতল পানি, মুজা আর জুতা হাতে নিয়ে বের হতে হয়। রাতেও একই অবস্থায় বাড়ি ফিরি। এভাবে পানি পেরিয়ে প্রতিদিন যাওয়া-আসা করায় পায়ের আঙুলে ঘা হয়ে যায়!’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/10/1554908924180.jpg

‘এত নোংরা পানি! কালো আর দুর্গন্ধময়! ড্রেনের ময়লাসহ পানিতে ভেসে আসে পচা-দুর্গন্ধ। দরজা-জানালা বন্ধ রাখতে হয় প্রায় সব সময়। মশার উৎপাতে অতিষ্ঠ আমরা।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/10/1554908978717.jpg

এলাকাবাসীর দাবি, এখানকার রাস্তাঘাট ঠিক করে দিতে হবে। জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে হবে।