নিয়ম নেই, তবুও একই কর্মস্থলে একযুগ তিনি

  • সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

তাহমিদা খানম। ছবি: সংগৃহীত

তাহমিদা খানম। ছবি: সংগৃহীত

নিয়মানুযায়ী কোনো সরকারি কর্মকর্তা একই কর্মস্থলে তিন বছরের অধিক সময় থাকতে পারবেন না। সরকারের এমন নিয়ম থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানমের ক্ষেত্রে। একই কর্মস্থলে প্রায় ১২ বছর (এক যুগ) ধরে রয়েছেন তিনি।

তবে এই কর্মকর্তা দাবি করে বলেন, ‘অধিদপ্তর রাখলে আমার কিছুই করার নেই।’

বিজ্ঞাপন

আর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এমন হওয়ার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুসন্ধানে দেখা যায়, বালিয়াকান্দির বর্তমান কর্মরত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানম প্রায় ১২ বছর ধরে একই কর্মস্থলে চাকরি করে যাচ্ছেন। তার অফিসে টাঙানো কর্মকর্তাদের নামের বোর্ডে দেখা যায়, তিনি ২০০৭ সালের ২৩ ডিসেম্বর যোগদান করেন। এখন পর্যন্ত সেখানেই স্বপদে বহাল রয়েছেন তিনি।

এদিকে দীর্ঘদিন একই কর্মস্থলে চাকরি করার কারণে তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। সেই সঙ্গে প্রশ্ন উঠছে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম নিয়েও।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘এখানে আমার কী করার আছে? অধিদপ্তর যদি আমাকে একই জায়গায় দীর্ঘদিন রাখে তাহলে তো আমি সেখানেই থাকব। আর আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।’

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘এখানে আমার করার কিছু নেই। আমার এখান থেকে প্রতি বছরই কর্মকর্তাদের চাকরির মেয়াদকাল সম্পর্কিত তথ্য অধিদপ্তরে পাঠানো হয়। এরপরের দায়িত্ব তাদের। তবে তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ পেলে তা তদন্ত করে দেখা হবে।’

এ বিষয়ে মহিলা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বদরুন নেছা বলেন, ‘বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’