লক্ষ্মীপুরে দু’শতাধিক মেধাবীকে সংবর্ধনা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা/ ছবি: বার্তা২৪.কম

লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা/ ছবি: বার্তা২৪.কম

 

লক্ষ্মীপুরে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২০ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর শহরের মজুপুরে আইডিয়াল আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে বিগত সময় এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ ও সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বোর্ডের উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ শাহজাহান।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব, টুমচর মাদ্রাসার অধ্যক্ষ হারুন আল মাদানী ও লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ প্রমুখ।

সংবর্ধনা শেষে আইডিয়াল আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।