রোজা শুরু মঙ্গলবার

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (৬ মে) রাতে সেহেরি খেয়ে মঙ্গলবার থেকে রোজা পালন শুরু করবেন মুসলমানরা।

সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির একাধিক সদস্য বার্তা২৪.কমকে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার প্রথম রোজা হওয়ায় আগামী ১ জুন রাতে লাইলাতুল কদর।

এদিকে সোমবার রাতের এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহরির শেষ সময় সোমবার রাত ৩টা ৫২ মিনিট এবং ইফতার মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩৪ মিনিট।