রমজান মাসে অনলাইনে কোরআন শেখাবে আমিরাত

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রমজান মাসে অনলাইনে কোরআন শেখাবে আমিরাত, ছবি: সংগৃহীত

রমজান মাসে অনলাইনে কোরআন শেখাবে আমিরাত, ছবি: সংগৃহীত

দিন দিন অনলাইনে কোনো কিছু শেখা ও শেখানোর কাজ জনপ্রিয় হচ্ছে। এ সুযোগ কাজে লাগিয়ে পবিত্র রমজান মাসে অনলাইনে পবিত্র কোরআন শেখানোর উদ্যোগ নিয়েছে আরব আমিরাত।

সংযুক্ত আরব আমিরাত পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে অনলাইনে কোরআনে কারিম শেখার ব্যবস্থা চালু করে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে।

বিজ্ঞাপন

শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকি ৬ দিন যেকোনো মানুষ ডিজিটাল প্ল্যাটফর্মে এ সেবা গ্রহণ করতে পারবেন।

আরব আমিরাতের জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স এন্ড এন্ডাউমেন্টের পক্ষ থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে এ সেবা চালুর ব্যবস্থা করেছে।

ওই মন্ত্রণালয়ের চেয়ারম্যান মোহাম্মদ মাতার আল কবি বলেন, তাদের ওয়েবসাইটে ভার্চুয়াল কোরআন শিক্ষার ক্লাসে আগ্রহী শিক্ষার্থীদের অ্যাক্সেস (প্রবেশাধিকার) থাকবে। তাদের প্রয়োজনীয় সেবা দেওয়া, পরামর্শ দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নারী ও পুরুষ শিক্ষক তিন শিফটে কোরআনে কারিম শেখানোর ক্লাস নেবেন। তবে শুধু শুক্রবার এ সেবা বন্ধ থাকবে।

প্রতি ক্লাসে সর্বোচ্চ ৭ জন শিক্ষার্থী থাকবে। যারা এ সেবা নিতে ইচ্ছুক তাদেরকে ওয়েবসাইটে নাম নিবন্ধন করতে হবে।