চাঁদে ভারত: মহাকাশ যান থেকে সংযোগ বিচ্ছিন্ন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইসরোর কন্ট্রোল রুম, ছবি: সংগৃহীত

ইসরোর কন্ট্রোল রুম, ছবি: সংগৃহীত

ঘোষণা অনুযায়ী শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ১টা ৫৫ মিনিটে চাঁদে পা রাখার কথা ছিল চন্দ্রযান-২ এর নায়ক বিক্রমের। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও চাঁদে নামা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, মহাকাশ যান চন্দ্রযান-২ এর সঙ্গে দেশটির মহাকাশ যান নিয়ন্ত্রণ সংস্থা ইসরোর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। চাঁদে পা রাখার নির্ধারিত সময় ইতোমধ্যে পেরিয়ে গেলেও চাঁদের কক্ষপথে থাকা অরবাইটারের কাছে কোনো তথ্য পৌঁছাতে পারেননি বিক্রম। এই নিয়ে গভীর উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন দেশটির মহাকাশ যান বিজ্ঞানীরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন: শুক্রবার রাতে চাঁদে পা রাখছে ভারত

জানা গেছে, চাঁদের পৃষ্ঠ থেকে মাত্র ২ কিলোমিটার ৫১০ মিটার দূরত্ব থেকে শেষ সংকেতটি প্রেরণ করেছিলেন বিক্রম।

এদিকে, এই ঘটনাটি নিজ চোখে দেখতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেঙ্গালেরুতে অবস্থিত ইসরোর কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন। তার সঙ্গে বিভিন্ন স্কুলের ৭০জন শিক্ষার্থী আছে।