ভারতে এক্সপ্রেসওয়ে থেকে বাস পড়ে নিহত ২৯

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৯ জন বাস যাত্রী। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন। দিল্লির কাছে যমুনা এক্সপ্রেসওয়ে থেকে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা এক্সপ্রেসওয়ে থেকে ৫০ ফুট নিচে পড়ে যায়। বাসটি লখনৌ থেকে দিল্লির দিকে আসছিল। ১৬৫ কি.মি. দীর্ঘ রাস্তাটি উত্তর প্রদেশের নয়ডা থেকে আগ্রাকে সংযুক্ত করেছে।

উত্তর প্রদেশ পুলিশ জানিয়েছে, একটি যাত্রীবাহী বাস লখনৌ থেকে দিল্লি আসার পথে যমুনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। এক্সপ্রেসওয়ে থেকে বাসটি প্রায় ১৫ ফুট নিচে ড্রেনে গিয়ে পড়ে।  এখনও পর্যন্ত ২০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে, উদ্ধার কাজ চলমান রয়েছে।

আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় খুবই শোকাহত।