কাশ্মীরে সেনা সংঘর্ষে ৪ জঙ্গি নিহত

  • আন্তজার্তিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অবস্থান, ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অবস্থান, ছবি: সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪ জঙ্গি নিহত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রোববার (২৩ জুন) সকাল থেকে জম্মু-কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় হয়।  

বিজ্ঞাপন
 কাশ্মীর সেনা সংঘর্ষ
কাশ্মীর পুলিশের ওয়েবসাইটে বিবৃতি প্রকাশ, ছবি: সংগৃহীত

 

পুলিশ কর্মকর্তা এক বিবৃতিতে জানান, জঙ্গিরা ঐ এলাকায় অনেকদিন ধরে লুকিয়ে ছিল। তথ্য পেয়ে নিরাপত্তা বাহিনী হামলা চালায়। সকাল থেকে সেনারা অভিযান শুরু করে। পরবর্তীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে, এলাকা ঘিরে ফেলতেই সেনাদের উপর প্রকাশ্যে গুলি চালায় জঙ্গিরা। জঙ্গি ও সেনাদের মধ্যকার সংঘর্ষে ৪ জঙ্গি নিহত হয়। 

তিনি আরও জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় তল্লাশি অব্যাহত রয়েছে।