মমতার আশ্বাসে চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দাবি মেনে নেওয়ায় আন্দোলনকারীদের উল্লাস

দাবি মেনে নেওয়ায় আন্দোলনকারীদের উল্লাস

কলকাতা এনআরএস’র ২৫ জন জুনিয়র চিকিৎসকদের ১২ দফা দাবির প্রায় প্রতিটিই মেনে নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (১৭ জুন) ভারতীয় সাংবাদমাধ্যম জানায়, বিকেল ৩টায় আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে প্রায় ঘণ্টা দেড়েকের বৈঠকে বসেন তিনি।

বিজ্ঞাপন

বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সম্মান ও নিরাপত্তা যেকোন পেশার ন্যূনতম অধিকার।

এ সময় চিকিৎসকদের কর্মবিরতি উঠিয়ে নিয়ে পুনরায় কাজে ফেরার আহ্বান জানান তিনি।

এর আগে সকালে চিকিৎসকরা ধর্মঘটের ডাক দেন। গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের মাধ্যমে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার দাবি জানান। তাদের দাবি মেনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসেন।

আরও পড়ুন: ভারতজুড়ে চিকিৎসক ধর্মঘট