স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত দাপটে এগিয়ে যাচ্ছে বার্সেলোনা। চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে অনেকটা এগিয়ে গেল কাতালান ক্লাবটি। রোববার রাতে এস্পানিওলওকে অনায়াসে ৩-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল।
অলিম্পিক স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকে শেষ পুরোটা সময়ই দাপট ছিল বার্সার। তার পথ ধরেই তুলে নিয়েছে দারুণ এক জয়। ম্যাচে জোড়া গোল করেন দানি অলমো, অন্য গোলটি ইনফর্ম রাফিনিয়ার। এস্পানিওলের হয়ে একমাত্র গোলটি করেন হাভি পুয়াদো।
ম্যাচটা অবশ্য শোকর চাদরে ঢাকা ছিল শুরু থেকেই। কারণ ভয়াবহ বন্যায় কবলে স্পেন। তাইতো ম্যাচের শুরুতে স্পেনে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় এক মিনিট নীরবতা। সম্প্রচারের সময় একটু পর পর তাদের জন্য সাহায্য চাওয়া হয়।
খেলার দ্বাদশ মিনিটে লামিনে ইয়ামালের ক্রসে নিশানা খুঁজে নেন ওলমো। ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। এই গোলে অবদান রেখে সতীর্থ রাফিনিয়াকে (৬) ছাড়িয়ে আসরে সর্বোচ্চ অ্যাসিস্ট এখন তরুণ ইয়ামালের (৭)।
এরপর ৩১তম মিনিটে ফের ওলমোর গোল। এবারের লা লিগায় এটি তার পঞ্চম গোল। এই ব্যবধান নিয়েই শেষ অব্দি মাঠ ছাড়ে বার্সা।
এ অবস্থায় লা লিগায় ১২ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ ২৪ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে। ১২ ম্যাচে ৮ হারে এস্পানিওল ১০ পয়েন্ট নিয়ে আছে ১৭ নম্বরে।