‘এবার না পারলে আরও তিন বিশ্বকাপ অপেক্ষা করতে হবে ভারতকে’

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-13 20:53:32

চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে ভারত। গ্রুপপর্বে ব্যাটে-বলে দাপুটে পারফর্ম করে ৯ ম্যাচের ৯টিতেই জয় তুলেছে রোহিত শর্মার দল। আগ্রাসী ক্রিকেটে প্রতিপক্ষের জন্য আতঙ্ক হয়ে উঠেছে দলটি। শিরোপার সবচেয়ে শক্তিশালী দাবিদার। অনেকের মতেই চলতি আসরের শিরোপা জিতে দীর্ঘ ১ যুগের শিরোপা খরা কাটাবে ভারত।

সেই সুযোগ দেখছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও। তবে সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছেন কোনোভাবে এইবার শিরোপা হাতছাড়া হলে ২০৩৫ সালের আগে আর বিশ্বকাপ জেতা হবে না ভারতের।

শাস্ত্রী বলেন, ‘পুরো দেশ বিশ্বকাপের জন্য পাগল হয়ে আছে। ১২ বছর আগে শেষবার তারা বিশ্বকাপ জিতেছিল। তাদের আবার বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে। তারা যেভাবে খেলছে, এটি সম্ভবত তাদের সেরা সুযোগ।’

শাস্ত্রী আরও বলেন, ‘যদি তারা এবার শিরোপা হাতছাড়া করে, তাহলে তাদের হয়তো আরও তিনটি বিশ্বকাপের জন্য অপেক্ষা করতে হবে। বিশ্বকাপ জেতার চিন্তা করতেই এই সময় লেগে যাবে। এই দলের ৭-৮ জনের হয়তো এটাই শেষ বিশ্বকাপ। কাজেই তাদের উচিত শিরোপা জেতা।’

এ সম্পর্কিত আরও খবর