‘কোহলির খেলা সহজ করে দিয়েছেন রোহিত’

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-13 19:06:43

ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন বিরাট কোহলি। এখন পর্যন্ত ৯ ম্যাচ শেষে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহ তিনি। ৯৯ গড়ে তার রান ৫৯৪। তবে তার এমন চাপহীন ব্যাট করার রহস্যটা যে ভিন্ন সেটা জানিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ম্যাথু হেইডেন। তার মতে, শুরুতে রোহিত শর্মা আক্রমণাত্মক ক্রিকেট খেলাতেই সহজ হয়েছে বিরাটের ব্যাট করা।

ব্যাট হাতে সময়টা দারুণ কাটছে রোহিতেরও। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনিও আছেন চার নম্বরে। ৯ ম্যাচে তার রান ৫০৩। ব্যাট হাতে পাওয়ার প্লেতে রীতিমতো ঝড় তুলছেন তিনি। যা পরে আসা ব্যাটারদের চাপ মুক্ত খেলতে সাহায্য করছে। বিশেষ করে তিন নম্বরে নামা বিরাট কোহলিকে।

কোহলির এই চাপ মুক্ত ব্যাটিংয়ের জন্য তাই রোহিতকেই কৃতিত্ব দিচ্ছেন হেইডেন। সাবেক এই অজি ওপেনারের মতে, ‘এই বিশ্বকাপে রোহিত সত্যিই আক্রমণাত্মক। এর অর্থ হল তিনি বাকিদের ব্যাটিংকে সহজ করে তুলেছেন। পাওয়ারপ্লেতে তার স্ট্রাইক রেট ১৩০। এটি মিডল অর্ডারকে, বিশেষ করে বিরাট কোহলিকে চাপমুক্ত খেলতে সাহায্য করছে। যা ম্যাচের গতিপথ ঠিক করতে দিচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর