পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন মরকেল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-13 16:48:23

বিশ্বকাপে সাফল্য পেতে মরনে মরকেলকে পেস বোলিং কোচের দায়িত্ব দিয়েছিল পাকিস্তান। আশা করেছিল বিশ্বকাপে তার নেতৃত্বে দলকে সাফল্য এনে দেবে শাহিন আফ্রিদি ও হারিস রউফরা। তবে শেষ পর্যন্ত হয়নি সেটি। পুরো আসরে পাকিস্তানকে সবচেয়ে বেশি ভুগিয়েছে এই পেস ডিপার্টমেন্ট। দলকে সেমিফাইনালে নিয়ে যেতে পারেননি পেসাররা।

এ নিয়ে দলের পেসার ও কোচ মরনে মরকেলকেও শোনতে হচ্ছিল সমালোচনা। প্রশ্ন তোলা হয়েছিল নিজ দেশে এতো ভালো মানের সাবেক পেসার থাকা সত্ত্বেও কেন মরকেলকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া। এসবের মাঝেই দায়িত্ব ছেড়েছেন মরকেল।

মরকেলের পাকিস্তানের পেস বোলিং কোচ থেকে পদত্যাগ করার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে পিসিবি। বলা হয়েছে, বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন মরকেল।

চলতি বছরের জুনে ছয় মাসের চুক্তিতে পাকিস্তান দলে যোগ দেন এই প্রোটিয়া পেসার। তিনি সরে দাঁড়ানোই তাকে ছাড়ায় চলতি বছর ডিসেম্বরে তিনটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দেবে পাকিস্তান দল। সেখানে তার জায়গা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার কথা ভাবতে শুরু করেছে পিসিবি।

এ সম্পর্কিত আরও খবর